পতাকা টানানোর অনুমতি চাইলো পিসিবি

পতাকা টানানোর অনুমতি চাইলো পিসিবি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই খেলার চেয়ে বাইরের বিষয়ে বিতর্ক চলছে বেশি। মিরপুরে পাকিস্তান দলের পতাকা টানানো নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় অনুশীলনের সময় পতাকা টানানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চেয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানায়নি।

আরও পড়ুন

দিল্লিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

এক জীবনে এক ডিক্টেটরই যথেষ্ট! 

পাকিস্তানের ডেইলি জঙ্গের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, অনুশীলনের সময় পতাকা টানাতে পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে। তবে সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত অসন্তুষ্টি প্রকাশ কিংবা কোনো প্রতিবাদ জানায়নি।

আইসিসির নিয়মানুযায়ী, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ইভেন্ট চলাকালীন দুই দেশের পতাকা উত্তোলন অবৈধ নয়। তবে ঐতিহাসিক কারণে পাকিস্তানের ক্রিকেটারদের পতাকা টানানোর ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

 news24bd.tv/এমি-জান্নাত