বাংলাদেশি ইমাম হত্যায় খুনি মোরেলের যাবজ্জীবন

বাংলাদেশি ইমাম হত্যায় খুনি মোরেলের যাবজ্জীবন

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকার একটি মসজিদে ইমামসহ ২ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আসামি অস্কার মোরেলকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

স্থানীয় সময় বুধবার বিকেল ৩টার দিকে নিউইয়র্কের কুইন্স অপরাধ আদালতের বিচারক এ রায় দেন। এর আগে গেল ২৩ এপ্রিল অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করেন আদালত। দেড় বছরেরও বেশি সময় পর এ হত্যা মামলার রায় হলো।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ আগস্ট যোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও সহকারী তারা উদ্দিন (৬৪)।

এ ঘটনায় শুধু নিহতদের পরিবারই নয়, বরং নিউইয়র্কের পুরো মুসলিম কমিউনিটির মধ্যেই শোকের ছায়া নেমে আসে। নিউইয়র্কের ধর্মপ্রাণ মুসলমান জোড়া খুনের বিচারের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করে। এতে টনক নড়ে মার্কিন প্রশাসনের।

 ইমাম ও তার সহযোগীকে হত্যার পরের রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর