৭৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা জায়ান্ট গুগলের

৭৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা জায়ান্ট গুগলের

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় স্থানীয় মুদ্রায় ৭৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী পাঁচ বছরে এই অর্থ সেখানে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

সংবাদমাধ্যমটি জানায়, কোনো দেশে এটি গুগলের এ যাবতকালের সর্বোচ্চ বিনিয়োগ। এই অর্থ গবেষণা কেন্দ্র, ক্লাউড কম্পিউটিংয়ের সক্ষমতা বাড়ানো এবং স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের অর্থায়নে ব্যয় করা হবে।

আরও পড়ুন

পতাকা টানানোর অনুমতি চাইলো পিসিবি

দিল্লিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

এক জীবনে এক ডিক্টেটরই যথেষ্ট! 

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেন, জীবনমানের উন্নয়নে প্রযুক্তির উন্নয়ন, কর্মক্ষেত্র তৈরি ও উন্নয়নে নেতৃত্ব দিতে অস্ট্রেলিয়া সহায়তা করতে পারে। স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের সাথে অংশিদারিত্বের মাধ্যমে দেয়া হবে এই বিনিয়োগ।

 news24bd.tv/এমি-জান্নাত