পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির মানববন্ধন

পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির মানববন্ধন

অনলাইন ডেস্ক

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও পাউবো’ চলমান বিভিন্ন কাজের মূল্য পুনঃবিবেচনার দাবিতে মানববন্ধন করেছে ঠিকাদাররা। পরে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর মাধ্যমে দফতরের মহাপরিচালককে স্মারকলিপিও দিয়েছে ঠিকাদাররা।

বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডে প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি।  

মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২০১৮ সালের টেন্ডারও হওয়া চলমান কাজে ব্যবহার হওয়া সকল নির্মাণ সামগ্রীর দাম দ্বিগুণ বেড়েছে।

তাই আগের নির্ধারিত মূল্যে কাজ সম্পন্ন করা অসম্ভব হয়ে দাড়িয়েছে। এজন্য বর্তমান বাজারমূল্যের সাথে সমন্বয় করে পুনঃনির্ধারনের দাবি জানিয়েছেন।

news24bd.tv/ কামরুল