মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

টানা তিনদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শেষে শরু হয়েছে কুয়াশা

তিনদিনের বৃষ্টি শেষে তীব্র কুয়াশা

মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

Other

ঝিনাইদহে টানা তিনদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শেষে শরু হয়েছে শীতের তীব্রতা। সেই সাথে বেড়েছে তীব্র কুয়াশা। ঘন কুয়াশায় সকালের দিকে সড়ক-মহাসড়কের হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সবুজ ঘাস ও পাতায় জমেছে শিশির বিন্দু।

তবে কুয়াশায় সকালে জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষ পড়েছেন কিছুটা দুর্ভোগে।

সকাল হলেই দেখা যাচ্ছে ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারিপাশ। যার ফলে ঝিনাইদহের সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। এসব যানবাহনের গতিবেগ থাকছে খুবই কম।

সড়কে চলাচলরত ভ্যান, রিকশা ও অটোরিকশার চালকরা ঘন কুয়াশায় জড়োসড়ো হয়ে পড়ছে।

অন্যদিকে এ ঘন কুয়াশার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেটে বের হচ্ছেন অনেকে।

আরও পড়ুন: 


আইসিসিতে কুম্বলের বদলি গাঙ্গুলি

ফতুল্লায় যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার


 

সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের ইজিবাইক চালক মীর ঝন্টু জানান, বৃষ্টির পর হঠাৎ করেই তীব্র কুয়াশায় চারি পাশে অন্ধকার নেমে এসেছে। রাস্তায় গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে। শীতের শুরুতে এমন অবস্থা সামনের দিনগুলোতে কি হবে ভাবতে পারছি না।

ভ্যানচালক আব্দুর রশিদ জানান, ভোরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। কিন্তু কুয়াশার কারণে রাস্তায় কিছুই দেখতে পাচ্ছি না। তবুও চলতে হচ্ছে। তিনি দাবি করেন সরকারি যদি আমাদের জন্য কোন শীতের পোষাকের ব্যবস্থা করতো তাহলে কিছুটা হলেও শীতের হাত থেকে রক্ষা পেতাম।

news24bd.tv/ তৌহিদ