প্রাণে রক্ষা পেলেন বিমানের যাত্রীরা

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নভোএয়ারের একটি উড়োজাহাজের সামনের চাকা ফেটে যায়

প্রাণে রক্ষা পেলেন বিমানের যাত্রীরা

অনলাইন ডেস্ক

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন একটি এয়ারলাইন্সের যাত্রীরা। আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে ঘটে এমন ঘটনা।

জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশের একটি এয়ারলাইন্সের ফ্লাইট আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ফ্লাইটটির সামনের চাকার নোচহুইল বাঁকা হয়ে যায়।

তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তারা নিরাপদে নেমে আসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লাইটটির ওই ত্রুটির মেরামত কাজ করছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লাইটটির এক যাত্রী বলেন, ‘অবতরণের সময় ফ্লাইটটির সামনের চাকার নোচহুইল নষ্ট হয়ে যায়।

তবে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। ’

আরও পড়ুন: 


আইসিসিতে কুম্বলের বদলি গাঙ্গুলি

ফতুল্লায় যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার


সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব রায় জানান, বর্তমানে ফ্লাইটটি রানওয়েতে আছে। যাত্রীরা নিরাপদে নেমে গেছেন। এটি একটি সাময়িক ত্রুটি, তবে মেরামতের কাজ চলছে।

news24bd.tv/ তৌহিদ