বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার শেষ রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দিনেই মির্জা আব্বাস বুকে হালকা ব্যথা অনুভব করেন। শুরুতে স্বাভাবিক মনে হলেও পরে ব্যথা বেড়ে যাওয়ায় রাত ৩টার পর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে সিসিইউতে রয়েছেন।
আরও পড়ুন:
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে গ্যালারিতে ফিরছে দর্শক, জানা গেলো টিকিটের মূল্য
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে
পাকিস্তানের পতাকা লাগিয়ে কীসের প্র্যাকটিস: তথ্য প্রতিমন্ত্রী
এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
news24bd.tv/আলী