অবশেষে ধর্ষণ মামলায় সমালোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি।
গতকাল বুধবার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
রাষ্ট্রীয় কৌঁসুলি (পিপি) রকিবুদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৫ আগস্ট একই আদালতে এক নারী খোরশেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। আদালত অভিযোগটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
আরও পড়ুন:
পাকিস্তানের পতাকা লাগিয়ে কীসের প্র্যাকটিস: তথ্য প্রতিমন্ত্রী
পরে গত ৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
news24bd.tv রিমু