জাল দিয়ে মাছ ধরার সময় মিলল '৬৬ লাখ টাকা'

জাল দিয়ে মাছ ধরার সময় মিলল '৬৬ লাখ টাকা'

অনলাইন ডেস্ক

লালমনিরহাট শহরের জেল রোডে একটি খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরার সময় ৬৬টি বান্ডিলে ৬৬ লাখ টাকা দেখতে পায়। পরে পুলিশকে জানালে পরিত্যক্ত অবস্থা থেকে ওই সব 'টাকা' উদ্ধার করা হয়েছে।

বুধবার ১৭ নভেম্বর রাতে সদর থানা পুলিশ এ টাকা উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, উদ্ধার হওয়া টাকার বান্ডিলের ওপর 'লাকি কুপন', 'সাথী কুপন', 'ভাগ্য বদল' ইত্যাদি লেখা চিরকুট আছে।

আরও পড়ুন:


সেই স্কুলছাত্রীকে দিহানের ‘পাশবিক নির্যাতনে’ মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭৫৮


তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত টাকাগুলো জাল। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।

পুলিশ সূত্র জানায়, ওই খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরার সময় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

news24bd.tv/ কামরুল