শুঁড়ের হারানোর পর প্রাণও হারালো ছোট্ট হাতিটি

শুঁড়ের হারানোর পর প্রাণও হারালো ছোট্ট হাতিটি

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় শিকারিদের পাতা ফাঁদে পড়ে শুঁড় কাটা পড়ে একটি শিশু সুমাত্রা হাতির মৃত্যু হয়েছে। দেশটির আচেহ জায়া প্রদেশের একটি গ্রাম থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। ফাঁদে আটকা পড়া এক বছর বয়সী হাতিটিকে ফেলেই তার দল চলে যায় বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি।

উদ্ধারের পর হাতিটিকে একতি স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার কাছে নিয়ে যায় হয়।

সংস্থা জানায়, তারা হাতিটির শুঁড় কেটে তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু দুইদিন পর ক্ষতস্থানে ইনফেকশন দেখা যায়।

indonesia elephant trunk

আচেহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রধান অগাস আরিয়ান্তো বলেন, হাতিটির ক্ষত গুরুতর ও সংক্রমিত হওয়ায় আমরা তাকে বাঁচাতে পারিনি। আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি।

প্রসঙ্গত, সুমাত্রা হাতির সংখ্যা বর্তমানে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। ইন্দোনেশিয়ার বোরনিও এবং সুমাত্রা দ্বীপের বৃক্ষনিধনের ফলে তাদের বেঁচে থাকার পরিবেশ পাওয়া কঠিন হয়ে উঠেছে।  

এছাড়া নিষিদ্ধ হলেও চোরাই বাজারে হাতির দাঁতের ভালো দাম রয়েছে। ফলে শিকারিদের লোভের ছোবল থেকে রেহাই পাচ্ছে না তারা।

আরও পড়ুন:

সুদানে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ১৫


news24bd.tv/ নকিব