মির্জা আব্বাসের অসুস্থতার সর্বশেষ অবস্থা জানালেন স্ত্রী

মির্জা আব্বাসের অসুস্থতার সর্বশেষ অবস্থা জানালেন স্ত্রী

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আগের চেয়ে কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। বুধবার(১৭ নভেম্বর) দিবাগত রাতে তাকে সিসিউই থেকে কেবিনে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস গণমাধ্যমকে স্বামীর শারীরিক অবস্থার কথা জানান।

এসময় তিনি বলেন, গতরাতে (বুধবার দিবাগত রাত) তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বুকের ব্যথা কমলেও কেন ব্যথা হয়েছে সেটা এখনও সুনির্দিষ্টভাবে জানাননি চিকিৎসকরা। সে জন্য বৃহস্পতিবার পুনরায় পরীক্ষা নিরিক্ষা করা হবে।

আফরোজা আব্বাস আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়ায় মির্জা আব্বাসকে  এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আফরোজা আব্বাস আগের নির্ধারিত জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন যোগ দিতে বুধবার পটুয়াখালী যান। পূর্ব নির্ধারিত হওয়ায় হাসপাতাল থেকে সরাসরি পটুয়াখালী যান তিনি। সেখানে সম্মেলন করে এখন ঝালকাঠী অবস্থান করছেন আফরোজা আব্বাস।

জাতীয়তাবাদী মহিলা দলের এই সভাপতি বলেন, বৃহস্পতিবার ঝালকাঠী জেলা সম্মেলন শেষ করে রাতে ঢাকায় ফিরবো। আশা করি রাতে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়ে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে পারবো।

আরও পড়ুন


নারী মাদক কারবারি: গ্রেপ্তার শতবার, মামলা পঞ্চাশেরও বেশি

news24bd.tv এসএম