কেনিয়ায় নিলামে উঠেছে পরিত্যাক্ত বিমান, দাম কত?

কেনিয়ায় নিলামে উঠেছে পরিত্যাক্ত বিমান, দাম কত?

অনলাইন ডেস্ক

এবার পরিত্যাক্ত উড়োজাহাজ নিয়ে নিলাম শুরু হলো পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায়। বুধবার শুরু হওয়া এ নিলামে তোলা হয়েছে ৭৩টি বিমান। আর বিমানগুলো কিনে সেগুলো ভিন্ন রূপদানের আশায় নিলামে অংশগ্রহণ করছেন ক্রেতারা। সূত্র রয়টার্সের।

তবে দামের বিষয়ে উল্লেখ করা হয়নি।   

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইরোবির জোমো কেনিইয়াট্টা বিমানবন্দরে আজ বুধবার শুরু হলো উড়োজাহাজ বিক্রির নিলাম। ৭৩টি পরিত্যাক্ত উড়োজাহাজ বিক্রি করছে বিমানবন্দর কতৃপক্ষ। যেখানে অংশ নিয়েছেন প্রায় একশ জন ক্রেতা।

 

প্রথমদিনেই ম্যাকডোনেল ডগলাস ডিসি নাইন ফোর্টিন এয়ারক্রাফট টি কিনে নিলেন ডেভিড উইনস্টন নামের এক ক্রেতা। জানালেন প্লেনটি নিয়ে নিজের পরিকল্পনার কথা।

তিনি জানান, 'আমরা একটি যথেষ্ট বড় বিমান কিনেছি। এটাকে একটি বার এবং রেস্তোরায় পরিণত করা হবে। এটা একটা অভিনব ধারণা। সম্পূর্ণ নতুন, যা এখনও করা হয়নি। আশা করা যাচ্ছে চমৎকার ব্যবসা হবে। '

আরও পড়ুন:


শীতে সুস্থ থাকতে খাবারে রাখুন ৬ ফল

বাড়ির পাশে জঙ্গলে নিয়ে শিশুকে দলবেঁধে ধর্ষণ


গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এ নিলাম চলবে ২২ নভেম্বর পর্যন্ত। জানা গেছে, এখন পর্যন্ত ১৬টি উড়োজাহাজ বিক্রি করা হয়েছে। বাকিগুলো নিলামে বিক্রি হয়ে যাবে বলে আশা করছে কেনিয়া বিমান কর্তৃপক্ষ।  

news24bd.tv রিমু