কাল শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, কোথায় এবং কখন দেখা যাবে!

কাল শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, কোথায় এবং কখন দেখা যাবে!

অনলাইন ডেস্ক

আগামীকাল শুক্রবার হতে চলেছে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। তবে পূর্ণগ্রাস নয়, আংশিক হবে এই গ্রহণ। চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়বে বলে তথ্য দিয়েছে সিক্স সাউথ ফ্লোরিডা নিউজ।

উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের একাংশ থেকে আশ্চর্য এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

তবে দেশের বিভিন্ন স্থান থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে দেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ১৯ নভেম্বর বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে এই আংশিক চন্দ্রগ্রহণ হবে। সে সময় লালচে রং ধারণ করবে চাঁদ।

 

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ডে। এছাড়া ময়মনসিংহে বিকেল ৫টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৪৮ সেকেন্ডে। চট্টগ্রামে বিকেল ৫টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে। সিলেটে বিকেল ৫টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। খুলনায় বিকেল ৫টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে।

আরও পড়ুন:


শীতে সুস্থ থাকতে খাবারে রাখুন ৬ ফল


অন্যদিকে বরিশালে বিকেল ৫টা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে সন্ধ্যা ৫টা ১৯ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৬ সেকেন্ডে। রংপুরে বিকেল ৫টা ১৪ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে। চলতি শতকে সব মিলিয়ে ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে পৃথিবী থেকে।  

news24bd.tv রিমু