বিমানবন্দরে সিকিউরিটির সামনেই বোতল খুলে মদ পান!

বিমানবন্দরে সিকিউরিটির সামনেই বোতল খুলে মদ পান!

অনলাইন ডেস্ক

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে ঘটেছে এমন ঘটনা! এক নারীর ব্যাগে ভদকার বোতল থাকায় তা সিকিউরিটি চেকে আটকে দেওয়া হয়। তবে তিনি ও তার বন্ধুরা ওই দামি মদ ফেলে দিতে চাননি। অন্য উপায় নেই দেখে সিকিউরিটি অফিসারের সামনেই দাঁড়িয়ে ভদকার বোতল খুলে খেতে শুরু করেন তারা।  

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও আপলোড হতেই তা ভাইরাল হয়ে পড়ে।

 

টিকটকেও এক ভিডিও পোস্ট করে ওই নারী যাত্রীরা জানান, আমাদের যখন সঙ্গে নিতে দেওয়া হয়নি। তখন এভাবেই সবাইকে আমরা খাইয়ে দিয়েছিলাম।

প্রসঙ্গত, বিমানযাত্রায় সময় হ্যান্ড ব্যাগে ১০০ মিলিলিটারের বেশি তরল বা লিকুইড বহন করা যায় না। অনেক সময় এর বেশি যেকোন লিকুইড পেলে তা ফেলে দেওয়া হয়।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রে 'ধর্ষণ' নিয়ে রসিকতা করে বিপাকে ভারতীয় কমেডিয়ান


news24bd.tv/ নকিব