জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন খালেদা জিয়া: ফখরুল

জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন খালেদা জিয়া: ফখরুল

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃতুর সঙ্গে সংগ্রাম করছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, এভারকেয়ারের চিকিৎসকরা জানিয়েছেন-তারা প্রাণপণ চেষ্টা করছেন। উনার (খালেদা জিয়া) অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের বাইরে চিকিৎসা করানো খুব জরুরি।

বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকরা আশা প্রকাশ করে বলেছেন, তাকে (খালেদা জিয়া) বিদেশে পাঠালে তিনি সুস্থ্য হবেন। এখানে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে, তা যথেষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, উনার (খালেদা জিয়া) অসুখগুলো সারিয়ে তুলতে তারা পুরোপুরি সক্ষম নই।

বিদেশে চিকিৎসাটা বড় জরুরি উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আবারও বলছি, আবারও আহ্বান জানাতে চাই, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানের ব্যবস্থা করুন।

তার জীবন রক্ষা করুন। এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না।

আরও পড়ুন


রেজা-নুরের ওপর হামলা দু:খজনক: ওবায়দুল কাদের

news24bd.tv এসএম