কোটি টাকা আত্মসাৎ, ল্যাব ইনচার্জের বিরুদ্ধে মামলা

কোটি টাকা আত্মসাৎ, ল্যাব ইনচার্জের বিরুদ্ধে মামলা

Other

খুলনা জেনারেল হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ল্যাব ইনচার্জ প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুদকের উপ-সহকারি পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে এ মামলা করেন।

জানা যায়, করোনা পরীক্ষা বাবদ আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে আত্মসাৎ করেন প্রকাশ কুমার দাস। গত ২৩ সেপ্টেম্বর থেকে তিনি পলাতক রয়েছেন।

দুদক কর্মকর্তারা জানায়, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত করোনা পরীক্ষার ফি বাবদ খুলনা জেনারেল হাসপাতালে চার কোটি ২৪ লাখ ৯৩ হাজার নয়শ টাকা আদায় হয়। ওই টাকা থেকে এক কোটি ৬৬ লাখ ৯৬ হাজার সাতশ’ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়। বাকি দুই কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২শ’ টাকা আত্মসাৎ করেন প্রকাশ কুমার দাস।

এ ঘটনা জানাজানি হলে ২৩ সেপ্টেম্বর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

প্রাথমিক তদন্তে প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আরও পড়ুন


জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন খালেদা জিয়া: ফখরুল

news24bd.tv এসএম