সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের পর টেনিস তারকা নিখোঁজ

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের পর টেনিস তারকা নিখোঁজ

অনলাইন ডেস্ক

নিখোঁজ হয়েছেন চীনের খ্যাতনামা টেনিস তারকা পেং শুয়াই। চীনের এই তারকা খেলোয়াড়ের পক্ষে অবস্থান নিয়েছেন বিশ্বের বিভিন্ন শ্রেণির অ্যাথলেটরা। চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলির (৭৫) নামে অভিযোগের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এই টেনিস তারকাকে। খবর দ্য গার্ডিয়ানের।

ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে গত ২ নভেম্বর একটি পোস্ট দেন পেং শুয়াই। তিনি অভিযোগ করেন ঝাং গাওলি (৭৫) তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন করেছিলেন। এই অভিযোগের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।

chainese tennis star peng shuai

৩৫ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় বলেন, টেনিস খেলতে ঝাং তার স্ত্রীর সঙ্গে পেংকে আমন্ত্রণ জানাতেন।

এরপর নিজের বাড়িতে নিয়ে পেংয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন তিনি।  

চীনের জনপ্রিয় ওই যোগাযোগমাধ্যম ওয়েইবো থেকে পেং শুয়াইয়ের অভিযোগটি মুছে ফেলা হয়েছে।  

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন বর্তমানে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নাওমি ওসাকা। তিনি বলেন, আমি আশা করি পেং শুয়াই এবং তার পরিবার নিরাপদে আছেন, সুস্থ আছেন।  

তবে এই বিষয়ে কোন বক্তব্য দেয়নি চীন সরকার।

আরও পড়ুন:

বিমানবন্দরে সিকিউরিটির সামনেই বোতল খুলে মদ পান!


news24bd.tv/ নকিব