সিরাজগঞ্জের কামারখন্দে পারিবারিক কলহের জেরে সালমা খাতুন (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের বড়ধূল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সালমা খাতুন ওই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় মামলা দোয়েরর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
কোটি টাকা আত্মসাৎ, ল্যাব ইনচার্জের বিরুদ্ধে মামলা
news24bd.tv এসএম