এক বছরে ভুটানে চারটি গ্রাম নির্মাণ করেছে চীন

এক বছরে ভুটানে চারটি গ্রাম নির্মাণ করেছে চীন

অনলাইন ডেস্ক

গত এক বছরে ভুটানের এলাকায় চারটি গ্রাম নির্মাণ করেছে চীন। শীর্ষ এক স্যাটেলাইট ছবি বিশেষজ্ঞের বরাত দিয়ে জানিয়েছে, ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।  

ওই বিশেষজ্ঞ এক টুইট বার্তায় বেশ কয়েকটি স্যাটেলাইট ছবি প্রকাশ করে জানিয়েছে, প্রায় একশ’ বর্গকিলোমিটার এলাকা জুড়ে একাধিক নতুন গ্রাম দেখা গেছে। বিতর্কিত ওই এলাকাটি দোকলাম উপত্যকায় অবস্থিত।

২০১৭ সালে দোকলাম সীমান্তের ওই এলাকায় মুখোমুখি অবস্থানে যায় ভারত ও চীন। পরে ভারতীয় প্রতিরক্ষা এড়িয়ে সেখানে নতুন সড়ক নির্মাণ শুরু করে বেইজিং।

এনডিটিভি বলছে, ভুটানের মাটিতে চীনের নতুন নির্মাণযজ্ঞ ভারতের জন্য বিশেষভাবে উদ্বেগজনক। কেননা ঐতিহাসিকভাবে ভুটানের পররাষ্ট্র নীতি বিষয়ে পরামর্শ দিয়ে আসছে ভারত।

একই ভাবে ভুটানের বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে থাকে দিল্লি। সীমান্ত বিরোধ নিরসনে বরাবরই ভুটানের ওপর চাপ প্রয়োগ করে আসছে চীন।

আরও পড়ুন:

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের পর টেনিস তারকা নিখোঁজ

ভূরাজনৈতিক গোয়েন্দা বিশেষজ্ঞ এবং দ্য ইন্টেল ল্যাবের গ্লোবাল রিসার্চার ডি- আটিস টুইট বার্তায় জানিয়েছেন, ২০২০ সালের মে থেকে ২০২১ সালের নভেম্বরের মধ্যে ভুটানের এলাকায় গ্রামগুলো নির্মাণ করা হয়েছে।

  news24bd.tv/এমি-জান্নাত