হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার

হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার

Other

দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্ট, ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাই কমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার সকালে ভারত থেকে হিলি সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে তিনি পরিদর্শনে আসেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে পুলিশ, কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আরও পড়ুন:


সেই স্কুলছাত্রীকে দিহানের ‘পাশবিক নির্যাতনে’ মৃত্যু

নাচের তালে দর্শকের হৃদয়ে কম্পন ধরালো নোরা


পরে তিনি জিরো পয়েন্ট এলাকা, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, হিলি স্থলবন্দর অভ্যন্তরসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করে দেখেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাই কমিশনার তৌফিক হাসান জানান, ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় হিলি স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ বন্দর। আমরা এখানে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনলাম ভারতীয় কতৃর্পক্ষে সাথে কথা বলে সমস্যা গুলো দ্রুত সমাধান করে ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানো হবে।

news24bd.tv/ কামরুল