বরিশালে বিচার প্রার্থীকে বেঁধে রেখে আইনজীবীর নির্যাতন

ভুক্তভোগী ব্যক্তি মো. নাসির উদ্দিন

বরিশালে বিচার প্রার্থীকে বেঁধে রেখে আইনজীবীর নির্যাতন

Other

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে এক ব্যক্তিকে প্রকাশ্যে এবং পরে এক আইনজীবীর চেম্বারে নিয়ে বেঁধে মারধর ও সাদা স্ট্যাম্পে সাক্ষর আদায়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও ২ দিনেও মামলা নেয়নি পুলিশ। আদালত চত্ত্বরে প্রকাশ্যে মারধরের ফুটেজ ফেসবুকে ভাইরাল হলেও তদন্তের দোহাই দিয়ে মামলা রুজু করতে সময় ক্ষেপন করছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিচার দাবী করেছেন নির্যাতনের শিকার ব্যক্তির স্বজনরা। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বরেছেন জেলা আইনজীবী সমিতির সম্পাদক।

অপরদিকে আদালত চত্ত্বরে বিচারপ্রার্থীকে মারধরের ঘটনা আইনজীবীদের নীতি বর্হিভূত বলে উল্লেখ করেছেন জেলা জজ আদালতের আইন কর্মকর্তা।  

সংক্ষুব্ধ ব্যক্তির নাম মো. নাসির উদ্দিন (৫৮)। তিনি নগরীর ১ নম্বর সিএন্ডবি পোল এলাকার বাসিন্দা।  

তিনি জানান, গত মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বের হওয়ার সময় আরিফুর রহমান নামে একজন আইনজীবী শার্টের কলার ধরে তাকে টানা হ্যাচরা এবং মারধর করে।

উপস্থিত বিচার প্রার্থীরা তাকে রক্ষা করে। পরে আরিফুর রহমান ওই ব্যক্তিকে জোর করে ফের এক আইনজীবীর চেম্বারে নিয়ে বেঁধে বেদম মারধর করে সে। এক পর্যায়ে ৮টি সাদা স্ট্যাম্পে সাক্ষর নেয় অ্যাডভোকেট আরিফুর রহমান। খবর পেয়ে নাসির উদ্দিনের স্বজনরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় ওইদিনই কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাসির উদ্দিন। তবে আজ বিকেল পর্যন্ত এ ঘটনায় কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।  

এ ঘটনায় অভিযুক্ত আইনজীবীর কঠোর বিচার দাবী করেছেন নির্যাতিত ব্যক্তির স্বজনরা।  

নাসির উদ্দিনের লিখিত অভিযোগ তদন্ত চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন।

তবে আদালত চত্ত্বরে বিচার প্রার্থীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আইনজীবী আরিফুর রহমান।  

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেন জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম।

আদালত চত্ত্বরে আইনজীবীর হাতে বিচার প্রার্থী নির্যাতনের ঘটনা নীতি বর্হিভূত বলে মন্তব্য করেছেন জেলা জজ আদালতের আইন কর্মকর্তা একেএম জাহাঙ্গীর।   

জমি বিক্রি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ওই ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন


কুয়াকাটায় রাস উৎসব শুরু, ঊষালগ্নে পূণ্যস্নান

news24bd.tv এসএম