যুক্তরাজ্যে ১০ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি

যুক্তরাজ্যে ১০ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে গেল অক্টোবরে আবাসন খাতে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির হার ১০ বছরের সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। ফলে আগামী মাস থেকে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়াতে পারে বলে বলে জানিয়েছে রয়টার্স।

সংবাদমাধ্যমটি জানায়, অক্টোবরে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি পৌঁছেছে ৪ দশমিক ২ শতাংশে। যেখানে গেল সেপ্টেম্বরে ৩ দশমিক ১ শতাংশ ছিল মূল্যস্ফীতির হার।

এ হার অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন:

এক বছরে ভুটানে চারটি গ্রাম নির্মাণ করেছে চীন

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের পর টেনিস তারকা নিখোঁজ

এর আগে ব্যাংক অব ইংল্যান্ড ও রয়টার্সের জরিপে ৩ দশমিক ৯ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা। ব্রিটিশ জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্যানুযায়ী, অক্টোবরে বিদ্যুৎ বিলের ওপর থেকে রেগুলেটরি ক্যাপ তুলে নেয়া হচ্ছে মূল্যস্ফীতির অন্যতম কারণ। সেই সঙ্গে চলতি বছর ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বেড়েছে ২৮ দশমিক ১ শতাংশ।

 news24bd.tv/এমি-জান্নাত