নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা

মেহেরপুরে বেড়েই চলেছে শ্বাসকষ্ট

Other

মেহেরপুরে বেড়েই চলেছে শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। জেনারেল হাসপাতালে ৩২ শয্যার শিশু ওয়ার্ডে বর্তমানে শতাধিক রোগী ভর্তি রয়েছে।  

হাসপাতালে শয্যা আর জনবল সংকটে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণেই শিশুরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে।

এ চিত্র মেহেরপুর আড়াইশো শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের। শয্যা সংকট দেখা দেয়ায় এভাবে মেঝে, বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। এমন প্রেক্ষাপটে নানা অসুবিধারও কথাও জানান অভিভাবকরা । ৩২ শয্যার শিশু ওয়ার্ডে রোগী ভর্তি আছে ১১৫ জনেরও  বেশি।

শুধু শিশুরা নয় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষেরা। এ হাসপাতালে ৪১ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র ২১ জন। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।

আবহাওয়া পরিবর্তনের কারনেই ভাইরাজ জনিত রোগ ছড়িয়ে পড়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে এই সময়ে শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেজন্য অভিভাবকদের আরেরা সতর্ক থাকারও পরাশর্ম দেন চিকিৎসকরা।

মেহেরপুর জেনারেল হাসপাতালে ৩২ শয্যার শিশু ওয়ার্ডে বর্তমানে রোগী ভর্তি আছে ১১৫ জনেরও বেশি।

news24bd.tv/ কামরুল