বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে ধরে নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে চর কাশিপুর ব্রিজের উপর থেকে ওই গৃহবধূকে বখাটে ইমরান (২০), ফাইয়াচ (২১), ইয়াসিন (৩০) ও রায়হান (২৫) কিছু দূরে একটি কাশবনে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এ ঘটনায় ইমরান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
news24bd.tv/আলী