আদালতে মামলার শুনানি চলাকালে এক বিচারকের ওপর বন্দুক নিয়ে চড়াও হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ সময় তারা বিচারককে মারধর করে তার দিকে বন্দুক তাক করেন। এ ঘটনায় ওই বিচারক নিরাপদে থাকলেও আকস্মিক হামলায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। খবর এনডিটিভি
ভারতের বিহারের মধুবনী জেলার ঝাঁঝাড়পুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক (এডিজে)অবিনাশ কুমার আদালতে একটি শুনানিতে অংশ নিচ্ছিলেন।
স্টেশন হাউস অফিসার গোপাল প্রসাদ এবং সাব-ইন্সপেক্টর অভিমন্যু কুমার ওই হামলা চালিয়েছিলেন বলে এনডিটিভি জানিয়েছে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী এবং আদালতের কর্মীরা ওই বিচারককে বাঁচাতে এগিয়ে আসলে ওই দুই পুলিশ কর্মকর্তা তাদের ওপরও চড়াও হন। অভিযুক্ত দুজনেই ঘোঘরডিহা থানায় কর্মরত বলে জানা গেছে।
আরও পড়ুন:
যুক্তরাজ্যে ১০ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি
এক বছরে ভুটানে চারটি গ্রাম নির্মাণ করেছে চীন
সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের পর টেনিস তারকা নিখোঁজ
এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা
এডিজে অবিনাশ কুমার তার রায়ে বহুবার পুলিশ সুপারের বিরুদ্ধে মন্তব্য করেছেন বলে জানা গেছে। তার রায়ের কারণে পুলিশের অনেক গুমর ফাঁস হয়ে গেছে বলেও শোনা যায়। অভিযুক্তদের কোনো একটি মামলায় আদালতে হাজির হওয়ার কথা ছিল, এমন সময় তারা হঠাৎ বিচারকের ওপর হামলা চালায়।
news24bd.tv/আলী