দিনাজপুরে ট্রাক চাপায় ভ্যানচালক ও ব্যবসায়ী নিহত

দিনাজপুরে ট্রাক চাপায় ভ্যানচালক ও ব্যবসায়ী নিহত

Other

দিনাজপুরের ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ীহাটে ট্রাক চাপায় রিক্সাভ্যান চালক ও ধান ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) ভোরের দিকে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়।

নিহতরা হলেন- চকরামপুর বালাপাড়া গ্রামের মৃত খোকারাম রায়ের ছেলে নারায়ণ চন্দ্র রায় (৪০) ও একই গ্রামের মৃত দুর্গা মোহন রায়ের ছেলে শশোধর বাবু রায় (৫৫)।

কোতয়ালী থানার পরিদর্শক নুর আলম জানান, ভোরে নারায়ণ চন্দ্র রায়ের ভ্যানে ধানবোঝাই করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন শশোধর বাবু রায়। তারা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দইসই এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাইপবোঝাই একটি ট্রাক পেছন থেকে ভ্যানে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, এতে রাস্তায় ছিটকে পড়েন ভ্যানচালক নারায়ণ। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন ভ্যানের যাত্রী শশোধর বাবু রায়। তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়া ট্রাকটি ফেলে পালিয়ে গেছে চালকসহ চালকের সহযোগী।

আরও পড়ুন


শারীরিক সম্পর্ক ছাড়াও মা হতে পারবে কুমারী মেয়েরা

news24bd.tv এসএম