ডিজিটাল বাংলাদেশের দিন বদলের সনদ এখন স্বপ্ন নয় বাস্তব

Other

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেয়া ডিজিটাল বাংলাদেশের দিন বদলের সনদ এখন স্বপ্ন নয় বাস্তব। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন পেতে শুরু করেছে এই সেবা।  

ডিজিটাল সেবায় সারা দেশে কার্যকরি ভূমিকায় প্রায় আট হাজার ডিজিটাল সেন্টার। যেখানে তিনশোর বেশী সেবা পাচ্ছে দেশের মানুষ।

 

আবহমান গ্রাম-বাংলার চিত্র। সকাল-সকাল কোন শহুরে ব্যাস্ততা নেই, নেই কোলাহল। নিভৃত পল্লীর বুকে সকালের সোনালী রোদ যেন দিন বদলের গল্পই জানান দেয়।
রাজশাহীর হরিয়ান পূর্বপাড়া গ্রামে দিন বদলের গল্পে যোগ হয়েছে হরিয়ান ইউনিয়ন পরিষদ।

যেখানকার ডিজিটাল সেন্টার থেকে প্রায় ২০ ধরনের সেবা পান গ্রামের সাধারণ মানুষ।

জন্ম-মৃত্য সনদ, জমির পর্চা, পাসপোর্ট ফরম পূরণ থেকে শুরু করে করোনা টিকার রেজিস্ট্রেশন পর্যন্ত সব সেবাই মিলছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে। যার ফলে এখন আর অন্ধকারে নেই গ্রামবাসীরা।


আরও পড়ুন

মার্ক জাকারবার্গকে বাংলাদেশি আইনজীবীর আইনি নোটিশ

প্রথম প্রকাশ্যে এসে পুনিতের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস!

যখন 'দোয়া' কবুল হয়


একইভাবে তথ্য-প্রযুক্তি বিভাগ ও এটুআইয়ের সমন্বিত উদ্যোগে সারা দেশে গড়ে উঠেছে প্রায় আট হাজার ডিজিটাল সেন্টার যেখান থেকে তিনশোর বেশী সেবা দেয়া হয়।

এই সেবাকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে সারাদেশে প্রতি দুই কিলোমিটারে একটি করে ডিজিটাল সেন্টার করার পরিকল্পনা করছে তথ্য-প্রযুক্তি বিভাগ। কাজেই গ্রাম হবে শহর যেন স্বপ্ন নয় এখন বাস্তব।

news24bd.tv নাজিম