দেশের কোথায়, কখন দেখা যাবে চন্দ্রগ্রহণ

দেশের কোথায়, কখন দেখা যাবে চন্দ্রগ্রহণ

অনলাইন ডেস্ক

বর্তমান শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে আজ। গত ৫৮০ বছরের মধ্যে এত দীর্ঘ সময়ের জন্য চন্দ্রগ্রহণ আর হয়নি।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

নাসার তথ্যানুযায়ী, আজ চাঁদের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে।

আংশিক সে গ্রহণের সময় চাদ লালচে রং ধারণ করবে। উত্তর আমেরিকার দেশগুলো থেকে এবারের গ্রহণের পুরোটা সবচেয়ে ভালো দেখা যাবে। দৃশ্যমান হবে অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও।

নাসার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ১২ থেকে ২৭ মিনিটের মধ্যে এই চন্দ্রগ্রহণ শুরু হতে পারে।

এটি চলবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত।

জানা গেছে, ঢাকা থেকে দেখা যাবে বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ড থেকে ছয়টা পাঁচ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত। ময়মনসিংহে দেখা যাবে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট, সিলেটে ৫টা ৫ মিনিট, খুলনায় ৫টা ১৮ মিনিট, বরিশালে ৫টা ১৫ মিনিট, রাজশাহীতে ৫টা ১৯ মিনিট এবং রংপুরে ৫টা ১৪ মিনিট থেকে চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে।

সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে, তখনই চন্দ্রগ্রহণ হয়। সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসায় সূর্যের আলো পৃথিবীতে বাধাপ্রাপ্ত হয়ে চাঁদের ওপর পড়তে পারে না।

চাঁদ যেহেতু সূর্যের আলোয় আলোকিত হয়, সেজন্য সূর্যের আলো পৃথিবীতে বাধা পেলে চন্দ্রগ্রহণ হয়।


আরও পড়ুন

মার্ক জাকারবার্গকে বাংলাদেশি আইনজীবীর আইনি নোটিশ

প্রথম প্রকাশ্যে এসে পুনিতের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস!

যখন 'দোয়া' কবুল হয়


চন্দ্রগ্রহণের সময় আমরা চাঁদের পিঠে পৃথিবীর ছায়া দেখি। তবে, চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি অন্ধকার হয়ে যায় না। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কিছুটা আলো চাঁদের ওপর পড়ে। তখন চাঁদ অনেকটা লালচে আকার ধারণ করে।

এবারের চন্দ্রগ্রহণের সময় চাঁদের প্রায় ৯৭ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

news24bd.tv নাজিম