অভিবাসন প্রত্যাশীদের প্রধান শিবির ভেঙ্গে দিয়েছে বেলারুশ

অভিবাসন প্রত্যাশীদের প্রধান শিবির ভেঙ্গে দিয়েছে বেলারুশ

অনলাইন ডেস্ক

পোল্যান্ড সীমান্ত থাকা অভিবাসন প্রত্যাশীদের প্রধান শিবির ভেঙ্গে দিয়েছে বেলারুশ। জঙ্গলের ভেতরে তৈরি করা শিবির থেকে অভিবাসনপ্রত্যাশীদের বেলারুশের অভ্যন্তরে একটি গুদামে নিয়ে আসা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর এক মুখপাত্র। তিনি বলেন, পরিবহন লজিস্টিক সেন্টারে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যাওয়া হয়েছে।

ব্রুজগি সীমান্ত  থেকে খুব বেশি দূরে নয়। এ ধরনের শিবির আর নেই।

আরও পড়ুন

মার্ক জাকারবার্গকে বাংলাদেশি আইনজীবীর আইনি নোটিশ

প্রথম প্রকাশ্যে এসে পুনিতের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস!

যখন 'দোয়া' কবুল হয়

কয়েক সপ্তাহ ধরে তীব্র শীতের মধ্যে বেলারুশ সীমান্তে কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী খোলা আকাশের নিচে অবস্থান করছে। সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে পোল্যান্ড হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে চায় তারা।

ইইউয়ের অভিযোগ, তাদের সীমান্তে যাওয়ার জন্য বেলারুশে আসা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,যাদেরকে ব্যবহার করে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো হাইব্রিড যুদ্ধের চেষ্টা করছেন।

  news24bd.tv/এমি-জান্নাত