সাগরে পূণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব ও রাস মেলা

সাগরে পূণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব ও রাস মেলা

অনলাইন ডেস্ক

সাগরে পূণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হলো পটুয়াখালীর কুয়াকাটায় রাস উৎসব ও রাস মেলা। শুক্রবার ঊষালগ্নে জাগতিক পাপ থেকে পূণ্য লাভের আশায় সমুদ্র সৈকতে পূজার্চনা, প্রার্থনা ও স্নান করে সনাতন ধর্মাবলম্বীরা। পূণ্যার্থীদের নিরাপত্তায় সৈকতে মোতায়েন করা হয় পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্য।  

প্রতি বছরের ন্যায় এ বছরও কুয়াকাটায় অনুষ্ঠিত হলো আড়াই শো বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব।

বুধবার রাত বারোটা এক মিনিটে কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশম মন্দিরে সতের জোড়া রাধা-কৃষ্ণ যুগল প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে এ রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আরও পড়ুন:


বিদায় অনুষ্ঠানে যৌন নির্যাতনের শিকার এসএসসি পরীক্ষার্থী


শুক্রবার পূর্ব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পূন্য লাভের আশায় সমুদ্রে নেমে স্নান করেন পুণ্যার্থীরা। পূ্ণ্যার্থীদের পদচারনায় মুখরিত  হয়ে উঠে দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত। করোনা মহামারি থেকে মুক্তি লাভ  ও দেশের মানুষের সুখ-শান্তি কামনায় প্রার্থনা করেন তারা।

এদিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বঙ্গোপসাগর মোহনায় আলোরকোলে  সমুদ্রে স্নান করেন হাজার হাজার হিন্দু ধর্মালম্বিরা।

news24bd.tv/ কামরুল