শেভ করার আগে যা জানা জরুরি

শেভ করার আগে যা জানা জরুরি

অনলাইন ডেস্ক

পুরুষের ত্বক মেয়েদের চেয়ে ১৫-২০ শতাংশ বেশি পুরু হয়। তাই যত্ন নেওয়া জরুরি। বিশেষ করে যাঁরা নিয়মিত শেভ করেন, তাঁদের কিছু বিষয়ে অভ্যাস করে নেওয়াই ভালো। কারণ, শেভ তো প্রতিদিনের কাজ।

শেভ করার সময় কিছু বিষয়ও লক্ষ্য রাখা জরুরি। চলুন সেগুলো জেনে নেওয়া যাক:-

১. সকালে গোসলের পর শেভ করলে সবচেয়ে ভালো হয়। এ সময় দাড়ি নরম থাকে, ফলে সহজে শেভ করা যায়। ত্বকও মসৃণ থাকে।

২. শেভ করার আগে ত্বক ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। ত্বকের সঙ্গে মানিয়ে যায় এমন জেল ও ক্রিম ব্যবহার করুন।

৩. শেভ করার জন্য অবশ্যই ভালোমানের রেজার ব্যবহার করুন। চেপে রেজার টানবেন না, এতে ত্বকের ক্ষতি হয়। ধীরে ধীরে রেজার টানুন।

৪. শেভ করার পর অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে নিন। শেভিংয়ের জন্য অ্যালকোহলমুক্ত পণ্য ব্যবহার করুন।  

৫.জীবাণুমুক্ত রাখতে সপ্তাহে এক দিন রেজার গরম পানিতে ধুয়ে নিন।

আরও পড়ুন:


হাতুড়িপেটা করে নদের পাড়ে ফেলে গেল দুর্বৃত্তরা

মার্ক জাকারবার্গকে বাংলাদেশি আইনজীবীর আইনি নোটিশ

প্রথম প্রকাশ্যে এসে পুনিতের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস!


৬. যারা প্রতিদিন শেভ করেন তারা সপ্তাহে এক দিন মুখের ত্বককে বিশ্রাম দিন। এ দিন শেভ করবেন না।

৭.ত্বক মসৃণ রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৮. যদি কখনো বাইরে সেলুনে শেভ করতে হয়, তাহলে অবশ্যই নতুন ব্লেড ব্যবহার করুন।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক