ভোটের আগেই কুড়িগ্রামে নারী ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

ভোটের আগেই কুড়িগ্রামে নারী ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

Other

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী মেনেকা বেগমের মৃত্যু হয়েছে। তিনি তৃতীয় ধাপে উপজেলার কচাকাটা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন। ইউনিয়নের ছাটবাড়ী গ্রামের গোলাপ উদ্দিনের স্ত্রী তিনি।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে খাবার খেতে গিয়ে তার মৃত্যু হয়।

মেনেকা বেগমের স্বামী গোলাপ উদ্দিন জানান, তিনি বক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন। প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি দিনরাত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবারেও প্রচারে যাওয়ার আগে তিনি বাড়ির আঙ্গিনায় বসে সকালের খাবার খাচ্ছিলেন। এসময় তাড়াহুড়ো করতে গিয়ে গলায় ভাত আটকে গিয়ে তার মৃত্যু হতে পারে।

তার এভাবে চলে যাওয়ায় কর্মী-সমর্থকরা ভীষণ কষ্ট পেয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মৎস অফিসার শাহাদাৎ হোসেন জানান, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মেনেকা বেগমের মৃত্যুতে নির্বাচন অনুষ্ঠানে আইনত কোন বাঁধা নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য কোন প্রার্থীর মৃত্যু হলে ওই পদে দুইয়ের অধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতা নিশ্চিত হলে নির্বাচন অনুষ্ঠানে আইনত: কোন বাঁধা নেই। কাজেই আগামি ২৮ নভেম্বর যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন


কথার পুনরাবৃত্তি না পড়িয়ে অন‍্য জাতির সাফল্য পড়ানো উচিত

news24bd.tv এসএম