পদ্মায় ধরা বিলুপ্ত প্রজাতির সেই মাছটি অবিশ্বাস্য দামে বিক্রি

পদ্মায় ধরা বিলুপ্ত প্রজাতির সেই মাছটি অবিশ্বাস্য দামে বিক্রি

অনলাইন ডেস্ক

বিলুপ্ত প্রজাতির একটি ঢাই মাছ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে ধরা পড়েছে। এই মাছটির ওজন মাত্র ৬ কেজি। কিন্তু দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

শনিবার (২০ নভেম্বর) ভোরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে জেলে বিকাশ হালদারের কাছ থেকে মাছটি কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

বিলুপ্ত প্রজাতির ওই মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৬ হাজার ৮০০ টাকায় কিনে নেন তিনি।

জেলে বিকাশ হালদার বলেন, শুক্রবার রাতে কয়েকজন মিলে পদ্মার চর কর্নেশন এলাকায় গিয়ে মাছ ধরার জন্য জাল পেতে বসে থাকি। ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দেয়। এতে বুঝতে পারি জালে বড় ধরনের কোনো মাছ ধরা পড়েছে।

পরে জাল তুলে দেখি পাঙাশের মতো দেখতে ওই জাতীয় একটি মাছ। পরে অন্য একজন জেলে জানালো এটি বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ। মাছটির দাম কেজিতে অনেক বেশি। পরে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে মাছটি দুই হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছি।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ গণমাধ্যমকে বলেন, দুই হাজার ৮০০ টাকা কেজি দরে জেলে বিকাশ হালদারের কাছ থেকে ঢাই মাছটি কিনেছি। এখন দুই হাজার ৯০০ টাকা কেজি দরে ঢাকায় বিক্রি করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন


ভোটের আগেই কুড়িগ্রামে নারী ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

news24bd.tv এসএম