বাইডেন অজ্ঞান থাকাকালে অস্থায়ী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস

জো বাইডেন এবং কমলা হ্যারিস

বাইডেন অজ্ঞান থাকাকালে অস্থায়ী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক

চিকিৎসার প্রয়োজনে কিছুক্ষণের জন্য ছুটিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তার অনুপস্থিতিতে সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।  

হোয়াইট হাউস সূত্র জানায়, আগামী শুক্রবার কোলনোস্কপি করাতে কিছু সময়ের জন্য অজ্ঞান করা হবে প্রেসিডেন্ট বাইডেনকে। নিয়ম অনুযায়ী, অজ্ঞান অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট থাকতে পারবেন না বাইডেন।

শুধুমাত্র সেই সময়ের জন্য প্রেসিডেন্ট হবেন কমলা।

দায়িত্ব নেয়ার পর থেকে এই প্রথম রুটিন চেকআপের অংশ হিসেবে এই শারীরিক পরীক্ষা করা হবে ৭৯ বছরের জো বাইডেনের। এসময় অস্থায়ী প্রেসিডেন্ট থাকাকালীন দেশটির সকল সেনা এবং পরমাণু অস্ত্রের ভান্ডারের নিয়ন্ত্রণ থাকবে কমলা হ্যারিসের হাতে।

প্রসঙ্গত, এর আগে যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রেসিডেন্টরাও চিকিৎসার প্রয়োজনে ছুটিতে গেলে তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে সাময়িক সময়ের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে হয়।

২০০২ ও ২০০৭ সালে একইভাবে সাময়িক বিরতি নিয়েছিলেন জর্জ ডব্লিউ বুশ।

আরও পড়ুন:

ধাতব প্রলেপ দিয়ে সোনা পাচার, অবশেষে চার বিদেশি ধরা


news24bd.tv/ নকিব