চার দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ

চার দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ

রিপন হোসেন চঞ্চল • যশোর প্রতিনিধি

চার দফা দাবিতে যশোরে বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সমিতি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে। আজ (৭ জুন) জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।  

সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক তসলিমুর রহমান জানান, আমাদের যশোর অঞ্চলে বৃষ্টি ও পোকার কারণে এবার ধানে ব্যপক ক্ষতি হয়েছে। ফলে এবার ধানের উৎপাদন খরচও বেশি হয়েছে।

বর্তমান বাজার দর অনুযায়ী ধান বিক্রি করে কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে।  

গত কয়েকবছর ধরেই এমন আর্থিক ক্ষতির মুখে পড়ছে কৃষক। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সমিতি চার দফা দাবি বাস্তবায়নের লক্ষে আন্দোলন করে যাচ্ছে।

চার দফা দাবিগুলো হলো-

♻ অসময়ে বৃষ্টি ও পোকার আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ

♻ ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন 

♻ কৃষকদের জীবন মান উন্নয়নে রেশনিং চালু এবং

♻ ফসল হানির হাত থেকে কৃষককে রক্ষা করতে শস্য বীমা চালু 

বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সমিতি যশোর জেলা শাখার সভাপতি আলতাফ চাকলাদার, সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পলাশ বিশ্বাস, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম পিল্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রিপন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর