অপহরণের ৯ দিন পর সাভারের দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই কিশোরীকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর সাভার পৌর এলাকার ছায়াবিথী আমতলা মোড় এলাকা থেকে ১৪ বছরের কিশোরী বিথী আক্তার ও ১১ বছরের কিশোরী মুক্তাকে অপহরণ করে নিয়ে যান অপহরণকারীরা। পরে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অপহৃতদের পরিবারের সদস্যরা।
অপহৃত দুই কিশোরীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম।
আরও পড়ুন
সভানেত্রী শেখ হাসিনার কাছে রিভিউ চাইবো: মেয়র জাহাঙ্গীর
news24bd.tv এসএম