আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে: মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা

আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে: মাশরাফি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরেছে বাংলাদেশ। তবে দেশের খেলা নয়। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ পেয়েছেন অন্য কারণে! বাংলাদেশি দর্শকদের হাতে অন্য দেশের পতাকা মানতেই পারছেন না সাবেক এই অধিনায়ক।

ফেসবুকে মাশরাফি লিখেছেন, 'খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক।

কিন্তু খেলাটা যখন আমাদের দেশে আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার। '

তিনি আরও লিখেছেন,  'আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না।

হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক, চিৎকার হোক বাংলাদেশ। '

আরও পড়ুন:

বাইডেন অজ্ঞান থাকাকালে অস্থায়ী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস


news24bd.tv/ নকিব