টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই পরিবর্তন

বাংলাদেশ-পাকিস্তানের টস

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই পরিবর্তন

অনলাইন ডেস্ক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ। আজকেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুল্লাহ।

শনিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলায় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করেও জিততে পারেনি বাংলাদেশ।

পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা। তবে আজকের লড়াইটা সিরিজ বাঁচানোর। আজ হারলেই সিরিজ শেষ বাংলাদেশের। এক ম্যাচ হাতে রেখে পাকিস্তান সিরিজ জিতবে নাকি বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাবে? সেটিই এখন দেখার বিষয়।

এক নজরে দুই দলের একাদশ:

বাংলাদেশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হ্যারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদি।

আরও পড়ুন


একই বসত-বাড়িতে থেকে লড়াইয়ে বউ-শাশুড়ি

news24bd.tv এসএম