অঝোরে কাঁদলেন মেয়র জাহাঙ্গীর

অঝোরে কাঁদছেন মেয়র জাহাঙ্গীর ও তার অনুসারীরা

অঝোরে কাঁদলেন মেয়র জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে গতকাল শুক্রবার দল থেকে বহিষ্কার করা হয়। এদিন বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আর ওই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দল থেকে বহিষ্কারের পর শনিবার (২০ নভেম্বর) সকালে তিনি ছয়দানা এলাকায় তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, ‘আমি কোনো ভুল করিনি, তবুও মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা মাথা পেতে নেবো। ’

আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ ফিরে পাওয়ার আকুতি জানিয়ে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি। আমি এ সাধারণ সম্পাদক পদ চাই না, বাকি জীবন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থক হয়ে থাকতে চাই। ’ 

এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

সংবাদ সম্মেলনে উপস্থিত দলীয় নেতা-কর্মীরাও কান্নায় ভেঙে পড়েন। এসময় সেখানে একটি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।  

আরও পড়ুন


বেগম জিয়াকে ভয় পায় সরকার: মান্না


সংবাদ সম্মেলনে মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামানসহ কয়েকজন কাউন্সিলর ছিলেন। তবে জেলা বা মহানগর আওয়ামী লীগের বড় কোনো নেতাকে সেখানে দেখা যায়নি।   

আজ সকালে সংবাদ সম্মেলন করবে বলে জানান মেয়র জাহাঙ্গীর। এ উপলক্ষে সংবাদকর্মী ও বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তার বাসভনে ভিড় জমান।

news24bd.tv নাজিম