এবার ত্রিশালে দুই  যুবলীগ নেতা বহিস্কার

শফিকুল ইসলাম সরদার ও আক্তারুজ্জামান জামান

এবার ত্রিশালে দুই যুবলীগ নেতা বহিস্কার

Other

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী যুবলীগের ত্রিশাল উপজেলা শাখার সহ সভাপতি শফিকুল ইসলাম সরদার ও বইলর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জামানকে বহিস্কার করেছে উপজেলা যুবলীগ।

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজের জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও ওই দুইজনকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য জেলা সভাপতির কাছে চিঠি চিঠি পাঠিয়েছে উপজেলা যুবলীগ।

আরও পড়ুন:


টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফোন আপনার হাতে কিন্তু নিয়ন্ত্রণ করছে হ্যাকাররা, কী করবেন?


শনিবার দুপুরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওই দুই নেতার বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শফিকুল ইসলাম সরদার বইলর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদকে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহজাহান কবীরের কার্যালয়ে শারীরিকভাবে লাঞ্চিত করার প্রমাণ মিলেছে।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে উপজেলা যুবলীগের আহ্বায়ক পরিচয় দেয়। অপরদিকে আক্তারুজ্জামান জামান দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় দল থেকে অব্যহতি দেয়া হয়।

 

 news24bd.tv/ কামরুল