আবারও শুরু হবে উচ্ছেদ অভিযান

দখলে দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের কর্ণফুলী নদী

Other

দখলে দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের কর্ণফুলী নদী। দুই দফা উচ্ছেদের পরও এখনও নদীর দুই ধারে অবৈধ স্থাপনা গিলে খাচ্ছে কর্ণফুলীকে। জেলা প্রশাসক বলছে দ্রুত শুরু হবে আবারো উচ্ছেদ অভিযান। আর নগর বিশ্লেষক ও পবিবেশবাদীরা বলছেন, প্রশাসন কঠোর হলে মিলবে সুফল।

দেশের অর্থনীতির হৃদপিন্ড চট্টগ্রাম বন্দর। আর চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী। নদীর দুই ধারে এখনও দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা গিলে খাচ্ছে নদীকে। কয়েক দফা উচ্ছেদ অভিযান হলেও সেসব জায়গায় আবারও গড়ে উঠেছে নতুন স্থাপনা।

জেলা প্রশাসক বলছে অচিরেই শুরু হবে আবারও উচ্ছেদ অভিযান।

আরও পড়ুন:


টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

এবার ত্রিশালে দুই যুবলীগ নেতা বহিস্কার


এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছে, প্রশাসন কঠোর না হলে উচ্ছেদ অভিযানে তেমন আসবে না সুফল।

আর নদী বিশেষজ্ঞরা বলছে, সরকারি স্থাপনার পাশাপাশি বেসরকারী স্থাপনা গিলে খাচ্ছে নদীকে। দ্রুত উচ্ছেদ না করলে বুড়িগঙ্গা নদীতে রূপ নেবে এই নদীও।

অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে উচ্চ আদালতের নির্দেশ থাকলেও থেমে গেছে উচ্ছেদ। তবে এই নদীকে বাঁচাতে এবারের উচ্ছেদ অভিযানে সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

 news24bd.tv/ কামরুল