টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার সেই রেশ এখনও কাটেনি বাংলাদেশের। মিরপুরে আজও সফরকারীদের কাছে হেরে গেলো স্বাগতিকরা। এতে করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো পাকিস্তান।
বাংলাদেশের দেওয়া ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভার ১ বলে মাত্র দুই উইকেটের বিনিময়ে জয়ের লক্ষে পৌঁছে যায় বাবরবাহিনী।
এর আগে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১০৮ রান করে টাইগাররা। শনিবার (২০ নভেম্বর) দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
আরও পড়ুন:
বেগম জিয়াকে ভয় পায় সরকার: মান্না
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
news24bd.tv নাজিম