জেলখানায় ফাঁসির আসামিকে বিয়ে হয়,আইনের দোহাই দিচ্ছেন: রব

জেএসডি সভাপতি আ স ম রব

জেলখানায় ফাঁসির আসামিকে বিয়ে হয়,আইনের দোহাই দিচ্ছেন: রব

অনলাইন ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম রব বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকার আইনের দোহাই দিচ্ছে। অথচ জেলখানায় ফাঁসির আসামিকে বিয়ে পড়ানো হয়।

আরও পড়ুন:


পর্ন ভিডিওতে নিজেকে দেখে চমকে গেলেন পাকিস্তানী নারী এমপি!

টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

এবার ত্রিশালে দুই যুবলীগ নেতা বহিস্কার


শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত গণঅনশনে সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা করাচ্ছে না সরকার।

অথচ জেলখানায় ফাঁসির আসামিকে বিয়ে পড়ানো হয়। ফাজলামির একটা সীমা আছে। আওয়ামী লীগ সারাজীবন ক্ষমতায় থাকতে পারবে না।

আ স ম রব বলেন, সরকার আইনের দোহাই দেখাচ্ছে।

সরকার চাইলে পারে না এমন কোনো কাজ নেই। আসলে খালেদা জিয়াকে তারা চিকিৎসা করাবে না। কারণ, সরকার খালেদা জিয়াকে ভয় পায়।

জেএসডি সভাপতি বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন। আর যদি তা না করে, তাহলে এই সরকারকে চরম মাশুল দিতে হবে।

 news24bd.tv/ কামরুল