খুলনা মহানগরের ফারাজীপাড়া দেবেন বাবু রোডের টিনার বস্তিতে অগ্নিকাণ্ডে আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ দুপুরে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার মো. সাইফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জানান, দুপুর দেড়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে টুটপাড়া ও বয়রার চারটি ইউনিট বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই বস্তির আটটি ঘর পুড়ে গেছে।
আরও পড়ুন:
বেগম জিয়াকে ভয় পায় সরকার: মান্না
এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
news24bd.tv নাজিম