রাজধানীর মিরপুর এলাকায় একটি বাসায় শ্যালকের গুলিতে ফারুক আহমেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শ্যালক মো. অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দারুস সালাম এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সমস্যার নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে শ্যালক অশ্রু শটগান দিয়ে দুলাভাই ফারুককে গুলি করে।
আরও পড়ুন:
বেগম জিয়াকে ভয় পায় সরকার: মান্না
দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, শ্যালক অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে অস্ত্রটি অশ্রুর মুক্তিযোদ্ধা বাবার লাইসেন্স করা ছিল।
news24bd.tv/আলী