হিলিতে ফের কমলো পেঁয়াজের দাম

হিলিতে ফের কমলো পেঁয়াজের দাম

অনলাইন ডেস্ক

দিনাজপুরের হিলিতে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা গেছে প্রকারভেদে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকায়।  

বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা বলছেন, আমদানি বেশি হওয়াতেই দাম কমেছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ  জানান, সম্প্রতি ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে।

তবে দেশের বাজারে সেই তুলনায় চাহিদা কম রয়েছে। চাহিদা কম হওয়াতে দাম কমতে শুরু করেছে। সেই সঙ্গে দেশীয় পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে।

অল্প দিনের মধ্যে ২০ টাকার মধ্যে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতে পারে।


আরও পড়ুন:

অঝোরে কাঁদলেন মেয়র জাহাঙ্গীর

বেগম জিয়াকে ভয় পায় সরকার: মান্না


হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের প্রথম শনিবার (২০ নভেম্বর) কর্ম-দিবসে ভারতীয় ২০ ট্রাকে প্রায় ৪০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

news24bd.tv নাজিম