ভারতের অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। বন্যার পানিতে ভেসে নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ।
ভারতীয় বিমান বাহিনী, এসডিআরএফ ও দমকলের কর্মীরা সম্মিলিতভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন। বন্যার কারণে সবচেয়ে বিপর্যয়ে পড়েছে অন্ধ্র প্রদেশের রয়ালাসিমা অঞ্চল।
এছাড়া চিত্তুর, কাড়াপা, কুরনুল ও অনন্তপুরম জেলার মানুষও বন্যার কবলে পড়েছেন। বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অচল হয়ে পড়েছে জনজীবন। কিছু কিছু জায়গায় সড়ক পানিতে তলিয়ে গেছে।
মৃত এবং আহতদের জন্যে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। প্রত্যেক মৃত ব্যক্তিকে পাঁচ লাখ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরকে অপসারণের উপায় খোঁজা হচ্ছে
news24bd.tv রিমু