ফেনীর গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ফাইল ছবি

ফেনীর গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

Other

ফেনীর ফাজিলপুরের গৃহবধূ শিরীন হত্যা মামলায় স্বামী ইয়াছিনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  

রোববার (২১ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এই রায় দেন। এসময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্র জানায়, পরিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ৫ মার্চ রাতে শিরীনকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে স্বামী ইয়াছিন।

ঘটনার দুদিন পর খুনের অভিযোগ এনে শিরিনের মা রেজিয়া বেগম বাদী হয়ে ইয়াছিনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় গ্রেফতারের পর ৮ মার্চ অভিযুক্ত ইয়াছিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু তাহের চলতি বছরের ১৮ জানুয়ারি ইয়াছিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ নভেম্বর মামলার চার্জ গঠন হয়।

এ মামলায় মোট ২১ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসামি মো. ইয়াছিনকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফেজ আহম্মদ বলেন, এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ভুক্তভোগীর পরিবার সঠিক বিচার পেয়েছে।

বাদী পক্ষের আইনজীবী বলেন, রায়ে খুশি তারা। আর কেউ যেনো এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায় সেজন্য দৃষ্টান্তমূলক সাজা হয়েছে।

আরও পড়ুন


ধর্ষণ নিয়ে নির্মিত সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পেল পুরস্কার

news24bd.tv এসএম