হত্যা মামলায় ছেলের ফাঁসি ও বাবাসহ ৩ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

হত্যা মামলায় ছেলের ফাঁসি ও বাবাসহ ৩ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় ছেলের ফাঁসি ও বাবাসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নড়াইলের নড়াগাতী থানার কালীনগর গ্রামের ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় এই দণ্ড প্রদন করেন আদালত।  

এছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন সাজাপাপ্ত আসামিদের ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন।

 

আরও পড়ুন


যশোরে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ শেষে হত্যা, ধর্ষক গ্রেপ্তার

বাবাকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণের চেষ্টা, আটক ৫


ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলো-কালিয়া উপজেলার কালীনগর গ্রামের ছায়েন ভূঁইয়ার ছেলে আলমগীর ভূঁইয়া (৫০)।  

এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ছায়েন উদ্দিন ভূঁইয়া (৭৮) ও দুই ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া (৪৮) ও জঙ্গু ভূঁইয়া (৫৬)। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিল।

মামলার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের নড়াগাতী থানার কালীনগর গ্রামে বাদী রবিউল ইসলাম ভূঁইয়াদের সঙ্গে একই বংশের আসামিপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালীনগর বাজারে উভয়পক্ষের মধ্যে সালিশবৈঠক হয়।  

news24bd.tv/ কামরুল