বাবা ইমরান শরীফের কাছেই থাকবে জাপানী দুই শিশু

ইমরান শরীফ ও ডা. এরিকো নাকানো

বাবা ইমরান শরীফের কাছেই থাকবে জাপানী দুই শিশু

অনলাইন ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশুকন্যা বাবার জিম্মায় থাকবেন বলে রায় ঘোষণা করেন হাইকোর্ট।

আজ রোববার (২১ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

পেশায় চিকিৎসক নাকানো এরিকো ঢাকা এসে ১৯ আগস্ট হাইকোর্টে একটি রিট আবেদন করেন। মেয়ে দুটির বাবা বাংলাদেশি শরীফ ইমরানের কাছ থেকে সন্তানদের নিজের জিম্মায় পাওয়ার আবেদন করেন তিনি।

রিট আবেদনকারী পক্ষের তথ্যমতে, জাপানি আইন অনুসারে নাকানো এরিকো (৪৬) ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরান (৫৮) ২০০৮ সালের ১১ জুলাই বিয়ে করেন। এরপর তারা টোকিওতে বসবাস শুরু করেন।  

এক যুগের দাম্পত্যজীবনে তাদের তিন কন্যাসন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের বয়স যথাক্রমে ১১, ১০ ও ৭ বছর।

টোকিওর একটি স্কুলে পড়ছিল তাদের তিন মেয়ে।

আরও পড়ুন:

এক কোটি টাকার লটারি জিতে ঘুম হারাম শিশিরের!


news24bd.tv/ নকিব